

অল্পবয়সী মধ্যে ক্যান্সার প্রতিদিন বাড়ছে। সংখ্যায় বেশি বাড়ছে মহিলাদের মধ্যে। এই রিপোর্ট দেওয়া হয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটির থেকে। সেখানে বলা হয়েছে পাকস্থলী, বুক, গোপনাঙ্গে ক্যান্সারের হার সবথেকে বেশি। ক্যান্সার যে কোনো বয়সের দেখা গেছে। তবে বেশি দেখা গেছে কম বয়সীর। তবে কিছু নিয়ম মেনে চলতে পারলে মুক্তি পেতে পারেন ক্যান্সার থেকে।
হঠাৎ যদি দেখেন ওজন বাড়তে শুরু করছে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ক্যান্সার এখন থেকে শুরু হতে পারে। মোট ক্যান্সার হতে পারে ১৩ ধরনের, যেমন, কোলন ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, গলব্লাডার ক্যান্সার, লিভার ক্যান্সার। বিশ্বের ৪০ শতাংশ মানুষ এ ধরনের ক্যান্সারে ভুগছেন।
কম বয়সে ক্যান্সার থেকে মুক্তি পেতে পারেন যদি তামাকজাত দ্রব্য বর্জন করে চলতে পারেন। ক্যান্সারের জন্ম হয় সব ধরনের মাদক থেকে। নিজে বাঁচতে চাইলে মাদক থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে।
মশলাজাতীয় খাবার তেল -ঝাল যতটা বর্জন করবেন ততই ভালো হবে। মাদক থেকে ৭ ধরনের ক্যান্সার হতে পারে। তাই মাদক থেকে নিজেকে যতবেশি এড়িয়ে চলবেন ততই নিজের জন্য ভাল হবে। যারা নিয়মিত মাদকে আসক্ত মদ ছাড়া চলতে পারেনা তাদের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে ৯০ শতাংশ।